ঢাকা : বরেণ্য অর্থনীতিবিদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষাবিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতিসন্তান ড. আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর ) শোকবার্তায় মোকতাদির চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা ড. আকবর আলী খান ছিলেন ব্রাহ্মণবাড়িয়াবাসীর একজন প্রকৃত বন্ধু। ব্রাহ্মণবাড়িয়ার অগ্রযাত্রায় তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসীসহ দেশের এক অপূরণীয় ক্ষতি হলো।
এছাড়াও আকবর আলি খানের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ০৯ সেপ্টেম্বর ২০২২ ইং
Be the first to comment on "আকবর আলি খানের মৃত্যুতে এমপি মোকতাদির চৌধুরীর শোক"