খুলনা : কোচিং সেন্টারের আড়ালে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৈয়দ সোলায়মান হোসেন ওই কোচিং সেন্টার পরিচালনা করছে।
এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগে বলা হয়েছে, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরজি ডুমরিয়া গ্রামের সৈয়দ ওমর আলীর পুত্র ও উপজেলার মিকশিমিল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৈয়দ সোলায়মান হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ কোচিং বাণিজ্য, মাদক ব্যবসা, সন্ত্রাস সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। অবৈধ কোচিং বাণিজ্য উক্ত সোলায়মান এর নেশা ও পেশা। সে নিজ গ্রামে ‘আদর্শ কোচিং সেন্টার’ নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করছে। এই কোচিং সেন্টার থেকেই তার নেতৃত্বে ও পরিচালনায় যাবতীয় সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ড পরিচালিত হয়। যে কারণে শিক্ষক সমাজের প্রতি আপামর জনসাধারণের মধ্যে ব্যাপক নেতিবাচক ধারণা ও আস্থার সঙ্কট তৈরি হয়েছে।
লিখিত অভিযোগে আরো বলা হয়, উক্ত সোলায়মান পেশায় শিক্ষক হলেও সে আইয়ুব-তৈয়েব নামে একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করেছে। সেই গ্রুপের মাধ্যমেই সে মাদক ব্যবসাসহ সকল অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। তার আশ্রয়-প্রশ্রয়ে এলাকার উঠতি বয়সী তরুণেরা সবাই নেশার দিকে ঝুকে পড়ছে। এলাকায় ফেনসিডিল ও গাজার রমরমা ব্যবসা চলছে। ফলশ্রুতিতে মাদকসেবীরা বেপরোয়া হয়ে উঠেছে। বিশেষ করে সন্ধ্যার পর মাদকসেবীদের পদচারনায় এলাকায় আতঙ্ক বিরাজ করে। এছাড়াও সে অবৈধ জমি দখল ও গোপনে জাল দলিল তৈরিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। উক্ত সহকারি শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জুয়েল বলেন, লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। ইতোমধ্যে অভিযোগ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কোচিং বাণিজ্যসহ শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৩ অক্টোবর ২০২২
Be the first to comment on "কোচিং সেন্টারের আড়ালে ডুমুরিয়ায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ"