সর্বশেষ

সাবেক এমপি আউয়াল ও মিছবাহুর চৌধুরীর নেতৃত্বে নতুন জোট হচ্ছে

ঢাকা : সরকারপন্থী অন্তত ১২ থেকে ১৫টি ইসলামি ও সমমনা দলের জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই জোট গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল এবং বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

শনিবার রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ কেন্দ্রের কনফারেন্স হলে আয়োজিত এক সভায় এই জোট গঠনের প্রক্রিয়ার কথা জানানো হয়। ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষের ইসলামি দল ও সমমনা দলের বৃহত্তর ঐক্য এখন সময়ের দাবি’ শীর্ষক ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। সভায় সূচনা বক্তব্য দেন গণতান্ত্রিক ইসলামিক পার্টির মহাসচিব সাবেক পিপি এডভোকেট মো. নূরুল ইসলাম খান। আলোচনায় অংশ নেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত ড. নীম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান চৌধুরী, নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, দেশপ্রেমিক জনতা দলের চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন খান, পিপলস জাস্টিস পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ড. এম হায়দার আলী, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব কবি রোকসানা আমীন সুরমা, দেশপ্রেমিক জনতা দলের চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন খান, পিপলস জাস্টিস পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ড. এম হায়দার আলী, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব কবি রোকসানা আমীন সুরমা, ইসলামি গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ ও মো. ওমর ফারুক, বাংলাদেশ তরিকত ফ্রন্ট চেয়ারম্যান মুফতি মেহেদী হাসান বুলবুল প্রমুখ।

সভায় এম এ আউয়াল বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের মানুষকে যাতে ভালো রাখতে পারি, দেশের মানুষের সার্বিক উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এই ঐক্য সৃষ্টি করা আজ সময়ের দাবি। আমাদের আগের যে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স, সেটাকেই আমরা পূর্ণ গঠন করতে যাচ্ছি। সবাই বলেছেন এ জন্য একটা ঘোষণা দরকার। সবার সঙ্গে বসে আলোচনা করে আমরা দ্রুত একটি ঘোষণাপত্র তৈরি করবো। এর মাধ্যমে শুধু নির্বাচন নয়, সাধারণ মানুষের যেসব সমস্যা আছে, সেগুলোর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। রাজপথেও থাকতে হবে এবং নির্বাচনে অংশ নিতে হবে।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, আমরা বলেছিলাম আমাদের নিজের পায়ে হাঁটবো। কিন্তু জাতীয় প্রয়োজনে ২০০৫ সাল থেকে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছি। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে থেকে। মহাজোট নামটা আমার মুখ থেকেই এসেছিল। মন্ত্রী হওয়ার জন্য চিন্তা করিনি। তিনি বলেন, উগ্রবাদী দলগুলোকে নিষিদ্ধ করতে হবে। উগ্রবাদী শুধু ইসলামি দল নয়, উগ্রবাদী বাম, জামায়াতও আছে তাদের নিষিদ্ধ করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ০৪ মার্চ ২০২৩ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "সাবেক এমপি আউয়াল ও মিছবাহুর চৌধুরীর নেতৃত্বে নতুন জোট হচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*