সর্বশেষ

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে ডিনেট-এর দিনব্যাপী হেলথ ক্যাম্প

ঢাকা : রাজধানীর সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ইউনিসেফ বাংলাদেশের কারিগরী সহায়তায় ডিনেট আয়োজিত দিনব্যাপী হেলথ ক্যাম্পে দুই শতাধিক কিশোর-কিশোরী চিকিৎসা সেবা ও পরামর্ম নিয়েছে। আজ শনিবার সকালে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের সভাপতি ও সরকারের অতিরিক্ত সচিব ডা. মাহবুবুল আলম তালুকদার। অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রগাম ম্যানেজার ড. মো. মনজুর হোসেন, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার মো. মনিরুজ্জামান, ডিনেট-এর সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম শাহাদাত হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের অন্যতম বৃহত্তম জনসংখ্যার দেশ বাংলাদেশে কিশোর-কিশোরীর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় বেশি। এই হেলথ ক্যাম্পের মাধ্যমে জাতীয় কিশোর-কিশোরী স্বাস্থ্য ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সম্পর্কে কিশোর-কিশোরীদের ধারণা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের দ্বারা তাদের চক্ষু পরীক্ষাসহ কিছু মৌলিক শারীরিক পরীক্ষা করা হচ্ছে। মনোবিজ্ঞান শিক্ষকের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের বিষয়ে তাদেরকে নানান পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ, স্বাস্থ্যবিধি ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হচ্ছে।

অনুষ্ঠানে কলেজের সভাপতি ও সরকারের অতিরিক্ত সচিব মাহবুব আলম তালুকদার বলেন, সুস্থ্য-সবল ও কর্মক্ষম জাতি গঠনে বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য সেবা কার্যক্রম সকল কিশো-কিশোরীর মধ্যে ছড়িয়ে দিতে হবে। সরকার এ বিষয়ে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি ডিনেট-এর মতো অন্যান্য বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। সকল স্কুল-কলেজে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

ডিনেট-এর নির্বাহী পরিচালক এম শাহাদাত হোসেন বলেন, আমরা কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সুস্থতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ডিনেট-এর পক্ষ থেকে ‘আরবান স্কুল স্বাস্থ্য কর্মসূচি’ চালু করতে পেরে গর্বিত। দেশের সকল বিভাগীয় শহরে একই ক্যাম্প করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি স্কুলে নিয়মিত মানসিক স্বাস্থ্য সেশনের ব্যবস্থা করার অনুরোধ জানান।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে ডিনেট-এর দিনব্যাপী হেলথ ক্যাম্প"

Leave a comment

Your email address will not be published.


*