সর্বশেষ

ওসমানী স্মৃতি মিলনায়তন পরিদর্শনে গণপূর্ত মন্ত্রী

ঢাকা : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম আজ দুপুরে রাজধানীর নবাব আব্দুল গনি রোডে আধুনিক নব সাজে সজ্জিত এবং আন্তর্জাতিক মানে উন্নীত ওসমানী স্মৃতি মিলনায়তন পরিদর্শন করেছেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোয়ারী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান ও সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
শ ম রেজাউল মিলনায়তন ঘুরে ঘুরে দেখেন এবং মিলনায়তনটি পরিপূর্ণভাবে ব্যবহার উপযোগী করে তোলার জন্য কোন প্রকার ত্রুটি-বিচ্যূতি রয়েছে কিনা খতিয়ে দেখে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন।
আগামী ৯ ডিসেম্বর নবসজ্জিত ওসমানী স্মৃতি মিলনায়তনটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। এই মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানেও তাঁর যোগ দেয়ার কথা রয়েছে।
মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর নামে নামকরণ করা প্রায় চার দশকের পুরনো এই মিলনায়তনটি সংস্কারের মাধ্যমে আধুনিকায়নের জন্য চলতি বছরের মার্চ মাসে কাজ শুরু করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদপ্তর।

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "ওসমানী স্মৃতি মিলনায়তন পরিদর্শনে গণপূর্ত মন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*