সর্বশেষ

মুজিববর্ষে শিশু সুরক্ষায় বিশেষ কর্মসূচী থাকবে

ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ২০২০ সালে (মুজিব বর্ষে) শিশুদের সুরক্ষায় বিশেষ কর্মসূচী নেওয়া হবে। শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিশু পাচার প্রতিরোধে করণীয় শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট (সিপিডি)’র নির্বাহী পরিচালক মোসলেমা বারী। আলোচনায় অংশ নেন থাকবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. ফরিদুল হক খান, বিরোধী দলীয় হুইপ রওশন আরা মান্নান, সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান আলম প্রমূখ। মূল বক্তব্য উত্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী।
সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সভায় শামসুল হক টুকু বলেন, শিশু পাচার রোধসহ শিশু সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতি অনেক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের উজ্জল ভবিষ্যত নিশ্চিত করতে স্বাধীন দেশে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মুজিব বর্ষকে ঘিরেও শিশুদের নিয়ে বিশেষ কর্মসূচী পালনের পরিকল্পনা রয়েছে। বিদ্যমান আইনের বাস্তবায়নসহ সরকারের গৃহীত কর্মসূচী সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বক্তারা বলেন, শিশু পাচার নিয়ে পৃথিবীতে বিশাল বাণিজ্য রয়েছে। যার উদ্দেশ্য থাকে যৌনদাসত্ব, জোরপূর্বক শ্রম, বাধ্যতামূলক শোষণমূলক শ্রম ও অঙ্গ পাচারের মাধ্যমে অর্থ উপার্জন। এটি শিশু অধিকারের সর্বোচ্চ লঙ্ঘন। আর এভাবে পাচারের শিকার নারী ও শিশুরা মানুষ হিসেবে বেড়ে ওঠা, ব্যক্তিগত নিরাপত্তা, মর্যাদাসহ সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়। তাই এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম ২৬ ডিসেম্বর ২০১৯

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "মুজিববর্ষে শিশু সুরক্ষায় বিশেষ কর্মসূচী থাকবে"

Leave a comment

Your email address will not be published.


*