ঢাকা : মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দেশের সকল গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশ এখন তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেক্ট্রনিক মিডিয়ার প্রসার ঘটিয়েছেন। ফলে তথ্য প্রবাহের সুযোগ আরো বেড়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশন কার্যালয়ে আয়োজিত ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও সামশুল হক চৌধুরী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম প্রমূখ।
অনুষ্ঠানে স্পিকার বলেন, বৈশাখী টেলিভিশন মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাঙালির সংস্কৃতির বিকাশ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে বৈশাখী টিভি কাজ করে যাচ্ছে। তারা নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে। আগামীতে দেশের অগ্রযাত্রায় এই চ্যানেলটি আরো বেশী দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি প্রকাশ করেন।
এ সময় স্পিকার কেক কেটে বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। একই সঙ্গে বৈশাখী টিভির সার্বিক সফলতা কামনা করেন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম ২৭ ডিসেম্বর ২০১৯
Be the first to comment on "মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দেশের সকল গণমাধ্যমকে কাজ করতে হবে : স্পিকার"