সর্বশেষ

অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ

চট্রগ্রাম : দেশজুড়ে বিএনপির ’অপরাজনীতি ও নৈরাজ্যের’ প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর এর নেতৃত্বে উক্ত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার বন্দর নগরীর নন্দনকানন ডিসি হিল থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট স্টেশন রোড সিআরবি, জুবলী রোড,এনায়েত বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি নন্দনকানন ডিসি হিলে এসে শেষ বিশাল বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তৃতাকালে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বিএনপি আন্দোলনের নামে সারা দেশজুড়ে সাধারণ পথচারীসহ পুলিশের উপর হামলা করে জনমনে ভয়ভীতি ও আর্তঙ্ক সৃষ্টি করে সরকারের উন্নয়মূলক অগ্রযাত্রায় বাধাগ্রস্ত করতে চাই। চট্টগ্রামে অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে বলে ঘোষণা দেন বাবর। সাধারণ জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে এই বিক্ষোভ মিছিল ও গণপথযাত্রা আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

সমাবেশে সভাপতির বক্তৃতায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গাজী মোহাম্মদ জাফর উল্লাহ্ সমাজে আইন-শৃংখলা বজায় রাখা ও জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে এমন কাজ হতে বিরতে থাকতে তিনি সকলের প্রতি আহবান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা শীবু প্রসাদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল আজিম রনি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু, নগর ছাত্রলীগ নেতা এ এম কুতুবউদ্দিন, মোহাম্মদ ফাহিম, মহানগর যুবলীগ নেতা সেলিম উদ্দিন জয়, মনোয়ারুল আলম নোবেল, হোসাইন মোহাম্মদ রুবেল প্রমূখ।

পার্লামেন্টনিউজবিডি.কম, ১২ সেপ্টেম্বর, ২০২২

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ"

Leave a comment

Your email address will not be published.


*