সর্বশেষ

কাপ আয়োজিত আলোচনায় বিশেষজ্ঞরা : নগর স্বাস্থ্যসেবায় জনবল ও অবকাঠামো সংকট

ঢাকা : নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্য অবকাঠামো ও জনবলের সংকট বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, শহরে ক্রমাগত জনসংখ্যা বাড়ছে, সে অনুপাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র (পিএইচসিসি) এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম। এছাড়া স্থানীয় সিটি করপোরেশন ও পৌরসভা গুলোর দায়িত্বশীলদের স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে আন্তরিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর পিআইবি মিলনায়তনে কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর (কাপ) আয়োজিত ‘নগরের প্রাথমিক স্বাস্থ্যসেবায় সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের (ইউপিএইচসিএসডিপি) উপ প্রকল্প পরিচালক ডা. শারমিন মিজান। কাপের চেয়ারপারসন ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ইউপিএইচসিএসডিপি’র প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত পারভীন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত, গবেষক আমিনুর রসুল বাবুল প্রমুখ।

মূল প্রবন্ধে ডা. শারমিন মিজান বলেন, দ্রুত নগরায়ণের কারণে স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব পড়েছে। নগর স্বাস্থ্যসেবায় অবকাঠামো ব্যবস্থা সন্তোষজনক নয়। অধিকাংশ ক্ষেত্রে বেসরকারি ক্লিনিক ও এনজিওর ওপর নির্ভর করতে হয়। ফলে বস্তির দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়ছে। শহরের অবকাঠামো উন্নয়নে যতটা জোর দেওয়া হচ্ছে, নগর স্বাস্থ্যে সেভাবে নজর দেওয়া হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

ইউপিএইচসিএসডিপি’র প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন বলেন, প্রকল্পের ডিপিপিতে স্পষ্টভাবে বলা হয়েছে প্রকল্প শেষে সিটি করপোরেশন ও পৌরসভায় দায়িত্ব নিয়ে কর্মসূচি চলবে। প্রকল্প শেষ হলেও কার্যক্রম শেষ হবে না। তাই নগর স্বাস্থ্য কেন্দ্র গুলোতে সেবার মান বাড়াতে আমাদের আরো কাজ করার সুযোগ আছে।

ডিএসসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত পারভীন বলেন, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে মাত্র ৭ জন স্টাফ রয়েছে। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে অনেকটা জোড়াতালি প্রাথমিক স্বাস্থ্যসেবার কার্যক্রম চলছে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৪ অক্টোবর ২০২৩ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "কাপ আয়োজিত আলোচনায় বিশেষজ্ঞরা : নগর স্বাস্থ্যসেবায় জনবল ও অবকাঠামো সংকট"

Leave a comment

Your email address will not be published.


*