সর্বশেষ

গৃহকর্মী সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে : ডিএসকে

ঢাকা : দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও গৃহকর্মী আঞ্চলিক ফোরাম আয়োজিত সংলাপে সরকার ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা গৃহকর্মীর সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, টেকসই পরিবর্তনের মূল হলো সম্মিলিত সহযোগিতা। বিভিন্ন পক্ষ একসঙ্গে কাজ করলে গৃহকর্মীদের দক্ষতা, স্বীকৃতি ও মর্যাদা অর্জনের পথ তৈরি হয়। সুনীতি প্রকল্পসহ সরকারি-বেসরকারি নানা উদ্যোগ এই সহযোগিতাকে আরো শক্তিশালী করছে। গৃহকর্মীদের প্রকৃত অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজের সমন্বয় অপরিহার্য।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরাম কনফারেন্স হলে ‘সময় এখন, গৃহকর্ম ও গৃহকর্মীর সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির। শ্রমিক হিসেবে গ্রাম আইনে অন্তর্ভুক্তির’ শীর্ষক সংলাপ এসব কথা বলেন তারা। মোহাম্মদপুর গৃহকর্মী আঞ্চলিক ফোরামের সভাপতি হুমায়ারা বেগমের সভাপতিত্বে ও ডিএসকের প্রকল্প কর্মকর্তা শংকর চন্দ্র অধিকারীর সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন সমাজ সেবা অফিসার মো. সাইফুল ইসলাম ও রাসেল আহমেদ সজীব, ফায়ার সার্ভিস কর্মকর্তা ফসিহ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুন নাহার, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপের আহসান হাবিব বুলবুল, আইন ও সালিশ কেন্দ্রের শিল্পী সাহা, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শাহিদা পারভীন শিখা, মোহাম্মদপুর থানার এসআই মমতাজ বেগম প্রমূখ।

সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, গৃহকর্মের কাজ আর অদৃশ্য থাকতে পারে না। এ কাজে আনুষ্ঠানিক স্বীকৃতি, তদারকি ও শোষণ-নির্যাতন রোধে শক্তিশালী ব্যবস্থা দরকার। কমিশনের পক্ষ থেকে এরইমধ্যে ২৮টি সুপারিশ মন্ত্রণালয় ও সরকারের কাছে দেওয়া হয়েছে। এরমধ্যে গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষার বিষয়ও অন্তর্ভুক্ত। গৃহকর্মীদের শ্রম আইন ও সামাজিক সুরক্ষা কাঠামোর আওতায় আনতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

জবাবে সরকারি কর্মকর্তারা বলেন, সরকার গৃহকর্মীদের অবদানকে স্বীকৃতি দিচ্ছে। সরকার তাদের অধিকার নিশ্চিত, ন্যায্য আচরণ ও সামাজিক সুরক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে কার্যকর নীতি বাস্তবায়ন করা হবে। আরো বলা হয়, গৃহকর্মীদের জন্য সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সরকারী বিভিন্ন সংস্থা কাজ করছে। গৃহকর্মীদের যে কোন প্রয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
###
পার্লামেন্টনিউজবিডি.কম. ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "গৃহকর্মী সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে : ডিএসকে"

Leave a comment

Your email address will not be published.


*