সর্বশেষ

প্রতিবন্ধী সকল ব্যক্তির অধিকার বাস্তবায়নে সিপিডিআরআই প্রকল্পের শিখণ কর্মশালা

ঢাকা : সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, প্রতিবন্ধী মানুষের প্রতি আন্তরিকতার অভাব ও সচেতনতার অভাব রয়েছে। তাই সকলকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আয় বৈষম্য দুরীকরণে উদ্যোগ নিতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানী ধানমন্ডির উইমেন্স ভলান্টারি এসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস) আয়োজিত আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়নে সিপিডিআরআই প্রকল্পের আওতায় শিখণ কর্মশালায় এ আহ্বান জানানো হয়। জিবিএসএস চেয়ারম্যান সাজেদা বানুর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন জিবিএসএস’র নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন জিবিএসএস’র হেড অব প্রোগ্রাম মেহেদী হাসান কিংশুক।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এধরনের যৌথ উদ্যোগ প্রয়োজন। এক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। এধরনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের দায়িত্ব। শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যাই নয়, বরং তাদের ও তাদের পরিবারের সদস্যদের কিভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, সে বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রোগ্রাম) মোস্তফা মোস্তাকুর রহিম খান বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে ও তাদের সুস্থ্যভাবে বাঁচতে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অংশ হিসেবে জিবিএসএস বাস্তবায়িত সিপিডিআরআই প্রকল্প একটি মাইলফলক হয়ে থাকবে।
সমাজ সেবা কর্মকর্তা জান্নাতুল হক শাপলা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠি, তার উপর যদি আবার নারী প্রতিবন্ধী হয় তাহলে আরো বেশি অবহেলিত ও বঞ্চনার শিকার হন। এই প্রকল্পের মাধ্যমে নারী প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সুইড বাংলাদেশের সেক্রেটারী মাহবুবুল মুনির বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকতর উন্নয়নের জন্য এধরনের প্রকল্প বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। এক্ষেত্রে বিগত ৩০ বছরের ন্যায় আগামীতেও সুইড বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

বৈষম্য দুর করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান পরিবেশ ও মানবাধিকার কর্মী ফেরদৌস আহমেদ উজ্জ্বল। তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয়ের সুযোগ বাড়ানো ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্য পূরণে অবদান রাখবে এই প্রকল্প।

উন্নয়ন কর্মী নিগার সুলতানা বলেন, প্রতিবন্ধীদের মানবাধিকার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু তারা নানা বৈষম্যের শিকার। বিশেষ করে শহরের থেকে গ্রামীণ অঞ্চলে প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি বঞ্চিত। এই প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে তাদের উন্নয়নের আলো পৌঁছে দিতে হবে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম. ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "প্রতিবন্ধী সকল ব্যক্তির অধিকার বাস্তবায়নে সিপিডিআরআই প্রকল্পের শিখণ কর্মশালা"

Leave a comment

Your email address will not be published.


*