সর্বশেষ

আগামী সংসদ অধিবেশন হবে সংক্ষিপ্ত ॥ স্পিকার

ঢাকা : জাতীয় সংসদের অধিবেশন ডাকার বিষয়টি ১২ এপ্রিল পর্যন্ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানালেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, আগামী ১৮ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরমধ্যে ডাকা ছাড়া আর কোন অপশন নেই। তবে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। ২ সপ্তাহ সময় আছে। করোনা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্পিকার বলেন, রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাকবেন এটা সাংবিধানিক বিধান। তবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তাই আলোচনা করেই সিদ্ধান্ত হবে।  আগামী সংসদ অধিবেশন হবে সংক্ষিপ্ত হবে বলেও তিনি জানান।
করোনা পরিস্থিতিতে বিকল্প ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদের বৈঠক ডাকার পরিকল্পনা আছে কি এর জবাবে ড. শিরিন শারমিন চ্যেধুরী বলেন, এ নিয়ে আলোচনা হয়েছে। তবে কোন সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, এতো অল্প সময়ে বিকল্প ভাবে সংসদের অধিবেশন ডাকা সম্ভব না। কোরাম ছাড়া তো অধিবেশন চালানো যাবে না। একেকজন একেক জায়গায় অবস্থান করছেন তাদেরকে স্বল্প সময়ে সমন্বয় করা সহজ হবে না।
প্রসঙ্গত, সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না। চলতি সংসদের ৬ষ্ঠ অধিবেশন বসেছিলো ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম. ৪ এপ্রিল ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "আগামী সংসদ অধিবেশন হবে সংক্ষিপ্ত ॥ স্পিকার"

Leave a comment

Your email address will not be published.


*