সর্বশেষ

চিনিকলে ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানিয়েছেন, বিভিন্ন সময়ে চিনিকলে ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। চিনিকল আমাদের লোকসানী প্রতিষ্ঠান। তারপরেও যেসকল চিনিকল নতুন করে চালু করা হচ্ছে সেখানে ছাঁটাইকৃত শ্রমিকদের স্থানান্তরিত করা হচ্ছে, যেন চাকুরিচ্যুত না হয়।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সম্পুরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

শ্রমিক ছাঁটাই প্রসঙ্গে মন্ত্রী বলেন, শ্রমিক ছাঁটাইয়ের কথা যেটা বলা হয়েছে, আমরা সরকারি আইন অনুযায়ী বেতন-ভাতাদি পূরণের জন্য ব্যবস্থা নিয়েছি। আমাদের চিনিকল কারখানা যেগুলো চালু আছে বা বিভিন্ন সময়ে চালু হচ্ছে সেখানে তাদের স্থানান্তরিত করে যাতে চাকুরিচ্যুত না হয় সেই ব্যবস্থা করছি।

তিনি বলেন, যেগুলো চিনিকল বন্ধ আছে, সেগুলোকে চালু করে তাদের সেখানে নেওয়ার ব্যবস্থা করেছি ইতোমধ্যেই। যদিও এটি আমাদের লোকসানী প্রতিষ্ঠান, তারপরেও আমরা আমাদের শ্রমিকদের কর্মসংস্থানের জন্য এই কলকারখানাগুলো চালু করছি। যদিও অনেক পুরনো হয়েছে, আমরা লোকসান বহন করছি। তারপরেও বিশ্বাস করি শ্রমিকদের সকল প্রকার পাওনাই পরিশোধ করব।

সরকারি দলের সংসদ সদস্য আবদুল মান্নানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, চিনিকল ছিল আগে অবহেলিত ছিল। ভাল ইক্ষুর বীজ উৎপাদন হতো না। এখন মানম্মত চিনি উৎপাদনের দিকে সরকার গুরুত্ব দিচ্ছে। গবেষণার মাধ্যমে ভাল জাতের ইক্ষুর বীজ উৎপাদনের দিকে যাচ্ছি।

চিনিকল লোকসানীর কারণ প্রসঙ্গে সরকারি দলের সদস্য মকবুল হোসেনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিনিকলগুলো ব্রিটিশ আমলে করা হয়। দেশ স্বাধীনতার পর আমাদের ওপর দায়িত্ব পরে। অতীতে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আমরা কলকারখানাগুলো নষ্ট করেছি, কিছুটা বিক্রি করে দিয়েছি, কিছু লুটপাট হয়েছে- যার জন্য এগুলো লাভজনক হয় নাই। শেখ হাসিনার নেতৃত্বে নতুন যাত্রা শুরু করেছি। যে বিনিয়োগ বিভিন্ন পর্যায়ে আসছে আমরা বিশ্বাস করি চিনিকলগুলো আর অলাভজনক হবে না।

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "চিনিকলে ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে : শিল্পমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*