সর্বশেষ

রাজধানীর বায়ুদূষণ রোধে এনসিসিবি’র পাঁচ দফা দাবি

ঢাকা : রাজধানীর বায়ুদূষণ রোধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়েছে। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশ শেষে সিটি মেয়র বরাবর এ সংক্রান্ত স্মারকলিপি পেশ করা হয়।
নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশ (এনসিসিবি) ও এনভায়রনমেন্ট ডিফেন্স নেটওয়ার্ক (ইডিএন) আয়োজিত নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। বক্তৃতা করেন জল ও পরিবেশ ইন্সটিটিউটের সভাপতি ম. ইনামুল হক, ইডিএন’র নির্বাহী সমন্বয়কারী আর্নিকা তাসমীম মিতু, গ্রীন ভয়েজের সহ-সমন্বয়কারী সুমন হুসেন, সবুজ আন্দোলনের সভাপতি বাপ্পি সরদার, এনসিসিবি’র কর্মি আল ইমরান এবং উন্নয়নকর্মী সাচিনু মারমা ও আল ফোরকান।
সমাবেশে উত্থাপিত ৫ দফায় আরো বলা হয়, নগরীর বায়ুদূষণের উৎসগুলোকে যথাযথভাবে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দূষণ রোধে সিটি কর্পোরেশনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গঠন করতে হবে। সিটি কর্পোরেশনের নেতৃত্বে নাগরিক প্রতিনিধি, গবেষণা প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম, আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারের দায়িত্বশীল সংস্থাগুলোর সমন্বয়ে একটি শক্তিশালী বায়ুদূষণ মনিটরিং টিম গঠন করতে হবে। সবর্ােপরি ইটভাটা, ফিটনেসবিহীন গাড়ি, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, যেখানে সেখানে ময়লা আবর্জনা অপরিকল্পিত ভাবে পুড়ানো এবং যখন তখন খোঁড়াখুঁড়ি বন্ধ করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকা মহানগরীর বায়ূর মান ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। নগরীতে সারাবছরে মাত্র নয় দিন ভাল বায়ু পাওয়া যায়। এটা কোন কারনেই মানা যায় না। নির্মল বায়ু প্রবাহ নিশ্চিত করতে দ্রুত আইন প্রণয়ন করতে হবে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১৫ ডিসেম্বর ২০১৯

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "রাজধানীর বায়ুদূষণ রোধে এনসিসিবি’র পাঁচ দফা দাবি"

Leave a comment

Your email address will not be published.


*