ঢাকা : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে খাদ্য সংকটে থাকা দরিদ্র মানুষের মাঝে আজ রবিবার এই ত্রাণ বিতরণ করা হয়।
সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অর্থায়নে ও গ্রীণ ভিশন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড আয়োজনে ১৩ নং রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান। এ সময় গ্রীণ ভিশন সঞ্চয় ও সমবায় সমিতির পীরগঞ্জ শাখার চেয়ারম্যান শাহিদুল ইসলাম পিন্টুসহ স্থানীয় স্থানীয় আওয়ামী নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা সংকট দেখা দেওয়ার পর ইতোপূর্বে স্পিকারের নিজস্ব তহবিল হতে পীরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে দুই ধাপে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্কতামূলক সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ৩ মে ২০২০ ইং
Be the first to comment on "স্পিকারের অর্থায়নে পীরগঞ্জে ত্রাণ বিতরণ"