সর্বশেষ

উপকুলীয় এলাকায় টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও সুপেয় পানির দাবিতে কাল নৌ-বন্ধন কর্মসূচী

ঢাকা : উপকুলীয় এলাকা টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে আগামীকাল রবিবার সকাল ১০ টায় নৌ-বন্ধন ও নদীতে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আম্ফান উপদ্রুত এলাকা বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর নদীঘাটের পশ্চিমে পুর্ব দুর্গাবাটি গ্রামের পাশে খোলপেটুয়া নদীতে এই কর্মসূচী অনুষ্ঠিত হবে। শ্যামনগর উপজেলা যুবফোরাম, গাবুরা ক্লাইমেট রেজিলিয়েন্ট ফোরাম, জলবায়ু পরিষদ, সাতক্ষীরা নাগরিক কমিটি ও সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ এই কর্মসূচীর আয়োজন করছে।
এ বিষয়ে কর্মসূচীর অন্যতম উদ্যক্তা বেসরকারী সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল জানান, আপনারা জানেন, ৬০ দশকে উপকুলীয় এলাকায় এই বাঁধ নির্মিত হয়। এই বাঁধ নির্মাণের সময় জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকে মাথায় নেওয়া হয়নি। এরপর থেকে সংস্কারের নামে কিছু কাজ করা হলেও এটি আয়তনে বড় ও উচু করা হয়নি। ফলে প্রতিনিয়ত বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে বসতবাড়ি হারিয়ে উদ্বাস্তু হচ্ছে হাজার হাজার মানুষ। প্রতিটি দুর্যোগের পর কর্তৃপক্ষ বাঁধ নির্মাণের প্রতিশ্র“তি দিলেও তা মানুষকে আশান্বিত করতে পারেনি। গত ২০ মে ঘটে যাওয়া ঘুর্ণিঝড় আম্ফান আবারো জানান দিলো যত সংস্কার করা হোকনা কেন, আয়তনে ছোট এই বাঁধটি কোন ভাবেই মানুষকে সুরক্ষা দিতে পারবেনা। তাই দরকার জলবাযু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগকে মাথায় রেখে নতুন পরিকল্পনায় বাঁধ নির্মাণ করা এবং বাঁধ রক্ষণাবেক্ষণের কাজে স্থানীয় সরকার প্রতিনিধিদের দায়বদ্ধ করা।
উন্নয়ন সংগঠক মোহন কুমার মণ্ডল আরো বলেন, উপকুলীয় এলাকায় লবন পানির বাগদা চিংড়ি রপ্তানী করে সরকার প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিন্তু সেই চিংড়ি চাষ এলাকায় লবণ পানি উত্তোলনের জন্য যে দীর্ঘমেয়াদী সুপেয় পানির সংকট তৈরী হয়েছে, সেই সংকট উত্তরণে সরকার যথেষ্ট উদ্যোগ নেয়নি। এই বিংশ শতাব্দীতে আপনারা যখন ঘরে ট্যাব খুলে জল পাই, সেই জল সংগ্রহের জন্য উপকুলীয় এলাকায় একজন নারীকে প্রতিদিন ৩ থেকে ৪ কিলোমিটার পথ হাটতে হয়। সুপেয় পানি প্রাপ্তির জন্য এনজিওদের ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অথচ প্রতিটি মানুষের সুপেয় পানি সরবরাহের দায়িত্ব সরকারের এবং সরকার ইচ্ছা করলে তা পারেন। তাই টেকসই বেড়ীবাঁধ ও সুপেয় পানির দাবিতে এই অভিনব কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচী সফল করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ০৬ জুন ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "উপকুলীয় এলাকায় টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও সুপেয় পানির দাবিতে কাল নৌ-বন্ধন কর্মসূচী"

Leave a comment

Your email address will not be published.


*