সর্বশেষ

করোনায় জনসচেতনতা সৃষ্টিতে বিএনপিএস’র ইয়ুথ গ্রুপ

ঢাকা : করোনা পরিস্থিতি মোকাবেলায় ঢাকা সিটি করপোরেশনের রায়ের বাজার এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ইয়ুথ গ্র“প ও সিএফ সদস্যরা। আজ রবিবার ওই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইয়ুথ গ্রুপ ও সিএফ সদস্য এবং বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের কর্মীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি স্কাইপের মাধ্যমে কেন্দ্রীয় অফিস থেকে পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপ পরিচালক শাহনাজ সুমী। তিনি কোভিড ১৯ চলাকালীন সময় বিএনপিএস’র নারী দল, ক্লাস্টার কমিটি, ইয়ুথ গ্রুপের সদস্য ও সিএফ সদস্যদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। এরপর সিএফ সদস্য হারুনর রশীদ ও ইয়ুথ গ্র“পের সদস্য মহিন ইসলাম সোহেল বক্তৃতা করেন।

কর্মশালায় জনসচেতনতা কার্যক্রম ও সহায়তা সামগ্রী বিতরণের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ওই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ৫ জুলাই ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "করোনায় জনসচেতনতা সৃষ্টিতে বিএনপিএস’র ইয়ুথ গ্রুপ"

Leave a comment

Your email address will not be published.


*