সর্বশেষ

করোনাকালে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ডিগনিটি কীট বিতরণ করেছে বিএনপিএস

ঢাকা : করোনা পরিস্থিতিতে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ সোমবার দুপুরে রাজধানীর রায়ের বাজার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)’র ঢাকা কেন্দ্র (পশ্চিম) আয়োজিত ডিগনিটি কীট বিতরণ অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।

বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের অফিস ইনচার্জ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন, সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, কমিউনিটি ফোরামের নেতা সাখাওয়াত হোসেন পলাশ, নাগরিক সমাজের প্রতিনিধি মো. আলম আকন্দ, রোকন উজ জামান, আহকাম হোসেন বাবু, হুমায়ুন কবির, শাহিদা বেগম, পারুল বেগম প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক সহায়তা প্রদান করেন বিএনপিএস’র মাহমুদা আকন্দ ও করিমুননেছা আকন্দ এবং মুক্তা বেগম ।

সমাবেশে বক্তারা বলেন, করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারি পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশও তার বাইরে নয়। এই পরিস্থিতিতে পুরুষরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হলেও নারীরা অর্থনৈতিক ও স্বাস্থ্যগত উভয় দিকেই ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও প্রতিবন্ধি কিশোরীরা বেশি মাত্রায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরো বলেন, সরকারের একার পক্ষে বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। তাই এই সংকট থেকে অসহায়, বিধবা ও প্রতিবন্ধীদের বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে। করোনা ভাইরাসের পাশাপাশি এলাকায় যৌন হয়রানি, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, তালাক ও মাদকের প্রভাব মোকাবেলায় সকলকে একত্রে কাজ করতে হবে।

এসময় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শতাধিক দরিদ্র ও প্রতিবন্ধি পরিবারের কিশোরীর মাঝে স্যানেটারি প্যাড, সাবানসহ ডিগনিটি কিট বিতরণ করা হয়। এই সহায়তা কামর্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়। এর আগে বিএনপিএস’র উদ্যোগে কেভিড-১৯ এর সচেতনতামূলক কার্যক্রম ও খাদ্য সহায়তা দেওয়া হয়। সচেতনতামূলক কাজের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে মাইকিং, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২৭ জুলাই ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "করোনাকালে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ডিগনিটি কীট বিতরণ করেছে বিএনপিএস"

Leave a comment

Your email address will not be published.


*