সর্বশেষ

সংসদ সদস্য ইসরাফিল আলমের বিদায়, স্পিকারসহ বিভিন্ন মহলের শোক ও সমবেদনা

ঢাকা : সরকার দলীয় সংসদ সদস্য ও প্রখ্যাত শ্রমিক নেতা মো. ইসরাফিল আলম (৫৫) আর নেই। তিনি সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ নওগাঁয় নেওয়া হয়েছে। জানাজা শেষে নওগাঁর রাণীনগর উপজেলার ঝিনা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্র জানায়, তৃণমূল থেকে উঠে আসা শ্রমিকনেতা ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে গত ৬ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর করোনা নেগেটিভ আসলে বাসায় চলে যান। বাসায় থাকা অবস্থায় ১৭ জুলাই আবারো শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে আইসিউইতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার সকাল সোয়া ৬টায় তিনি মারা যান।
সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শ্রমিক রাজনীতি দিয়ে তার রাজনীতিতে পদার্পন। তিনি সবসময় খেটে-খাওয়া সাধারণ মানুষের কথা তুলে ধরতেন। তার মৃত্যুতে দেশ একজন প্রতিশ্র“তিশীল ও নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতাকে হারালো।
অপর এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসরাফিল আলম আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
পৃথক শোক বার্তায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক ও সমবেদনা জানিয়েছে। এছাড়াও শোক প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, আইন মন্ত্রী আনিসুল হব, তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনে পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলম। তিনি তিতাস কর্মচারী ইউনিয়ন শ্রমিক লীগের মাধ্যমে রাজনীতিতে আসেন। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে একাধিকবার জেল খেটেছেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা তিনবার নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এবং নবম সংসদে একই কমিটির সভাপতি ছিলেন তিনি। এছাড়া তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন তিনি।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২৭ জুলাই ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "সংসদ সদস্য ইসরাফিল আলমের বিদায়, স্পিকারসহ বিভিন্ন মহলের শোক ও সমবেদনা"

Leave a comment

Your email address will not be published.


*