সর্বশেষ

মুক্তিযোদ্ধা এমদাদুল বারী আর নেই, সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর শোক

ঢাকা : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমপি ও গণপরিষদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী (৮৮) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার জেষ্ঠ্য সন্তান সৈয়দ এখতেশামুল বারী (তানজিল)। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পিটিআই স্কুল মাঠ ও পরে গ্রামের বাড়ি জেলার আখাউড়ার উপজেলার রানীখার গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গণপরিষদ সদস্য এডভোকেট সৈয়দ এমদাদুল বারী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগ ছিলেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালে বিজলা ক্যাম্পের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রবীন আওয়ামী লীগ নেতার মহাপ্রয়াণের খবরে সমগ্র জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মুক্তিযোদ্ধা সৈয়দ এ.কে.এম এমদাদুল বারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ০৮ সেপ্টেম্বর ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "মুক্তিযোদ্ধা এমদাদুল বারী আর নেই, সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর শোক"

Leave a comment

Your email address will not be published.


*