সর্বশেষ

বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে —স্পিকার

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা সৌভাগ্যবান, কেননা অনেকে এসুযোগ থেকে বঞ্চিত। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকারের প্রতি সম্মান দেখিয়ে যথাযথ দায়িত্ব পালনে শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে বলে মত প্রকাশ করেন তিনি।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ ফ ম মফিজুল ইসলামের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টার-২০২০’-এর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্পিকার। বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দিন আহমেদ, উপদেষ্টা আ ন ম মিশকাত উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের অল্প সুযোগ তৈরি করে দিলেই তারা মেধার বিকাশ ঘটাতে পারে। তারা বিশ্বের যেকোন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। বিশ্বায়নের যুগে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সময়কে যথাযথ ব্যবহার করতে হবে। নবীন বরণের সময় থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে মহামারির মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। বিভিন্ন ধরণের প্রণোদনার মাধ্যমে সকল শ্রেণীপেশার মানুষের জীবিকা নির্বাহের ধারা স্বাভাবিক রাখতে তিনি দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, সমগ্র বিশ্ব কোভিড মহামারির মধ্য দিয়ে অতিক্রম করলেও শিক্ষাসহ কোন কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়। সকল চ্যালেঞ্জগুলো নতুন নতুন পথ উদ্ভাবনের মাধ্যমে উত্তরণ ঘটিয়ে কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা সচেষ্ট। আজকের এই নবীন বরণ আয়োজন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ৫ নভেম্বর ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে —স্পিকার"

Leave a comment

Your email address will not be published.


*