সর্বশেষ

এফপিএবির প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক অনলাইন বৈঠক মঙ্গলবার

ঢাকা : বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙ্গামাটি শাখার উদ্যোগে ২৬ জানুয়ারী মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে “কোভিড-১৯ নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অধিকার” বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

ভার্চ্যুাল আলোচনায় যুক্ত হবেন- এফপিএবির কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাডভোকেট ফাহমিদা জেবীন, অবৈতনিক কোষাধাক্ষ্য সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রাক্তন বিভাগীয় পরিচালক ও যুগ্ম সচিব মলয় কুমার রায়, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভিন, দূর্নীতি দমন কমিশন এর উপ-সচিব সৈয়দ রবিউল ইসলাম, এফপিএবির পরিচালক, প্রোগ্রাম ডা: সঞ্জিব আহম্মেদ, মেরীস্টোপস বাংলাদেশের এডভোকেসী এন্ড কমিউনিকেশন এর ব্যবস্থাপক মনজুন নাহার, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদকআঙ্গুর নাহার মন্টি, নিউজনাউবাংলা.কমের সম্পাদক শামীমা দোলা, কালের কন্ঠের সিনিয়র রিপোটার নিখিল ভদ্র, স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমাসহ এফপিএবি জাতীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

গোলটেবিল বৈঠক এ সভাপত্বি করবেন রাঙ্গামাটি শাখার সভাপতি মুজিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন এফপিএবির জেলা কর্মকর্তা অরুণ কুমার শীল। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে Family Planning Association of Bangladesh (FPAB) NHQ Face Book Group, Family Planning Association of Bangladesh (FPAB) Rangamati Face Book Group, ব্যাক্তিগত আইডি অরুণ কুমার শীল ও দেওয়ান তানভীর আহমেদ।

উল্লেখ্য বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি ১৯৫৩ সাল থেকে দেশের মা ও শিশুর প্রজনন স্বাস্থ্য, পরি বার পরিকল্পনা এবং নারীর ক্ষমতায়নসহ কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা কর্মসুচী বাস্তবায়ন করে আসছে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ২৫ জানুয়ারী ২০২১ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "এফপিএবির প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক অনলাইন বৈঠক মঙ্গলবার"

Leave a comment

Your email address will not be published.


*