ঢাকা : জাতীয় সংসদ ভবনস্থ মেডিকেল সেন্টারে করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। তিনি গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেবে উক্ত টিকা গ্রহণ করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মেডিকেল সেন্টারের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
রবিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকলকে এই টিকা গ্রহণের আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলের এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।
উল্লেখ্য, ইতোপূর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সারাদেশে এই কর্মসূচী চলছে। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। এ টিকার দুটি ডোজ নিতে হবে। এই টিকা করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৪ ফেব্রুয়ারী ২০২১ ইং
Be the first to comment on "করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন স্পিকার"