সর্বশেষ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনার কপিলমুনিতে দু’দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে দুই দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে অনির্বাণ লাইব্রেরি এবং মুন্সি আফজাল হোসেন ও সেলিমা খাতুন ফাউন্ডেশন। ঔষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ্ ফার্মাসিউটিক্যালস্-এর সহায়তায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন নেসা বালিকা বিদ্যালয় মাঠে আগামী ২০ ফেব্রুয়ারী এবং মামুদ কাটীতে লাইব্রেরি ভবন চত্ত্বরে এই ক্যাম্পের আয়োজন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ওই ক্যাম্প থেকে রোগীদের বিশেষজ্ঞ পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথি থাকবেন ইউনিমেড ইউনিহেলথ্ ফার্মাসিউটিক্যালস্-এর ব্যবস্থাপনা পরিচালক এবং মুন্সি আফজাল হোসেন ও সেলিমা খাতুন ফাউন্ডেশনের সভাপতি এম. মোসাদ্দেক হোসেন। বিশেষ অতিথি থাকবেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ময়েজ উদ্দিন আহমেদ, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান (গাইনি) প্রফেসর ডা. রওশন আরা বেগম এবং অনির্বাণ লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র।

দুইদিনের ওই ক্যাম্পে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজ এবং চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসারা রোগী দেখবেন। তারা হলেন- খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন সহযোগী অধ্যাপক ডা. সাহানা রাজ্জাক আলী (গাইনী বিশেষজ্ঞ), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. উৎপলা মজুমদার (গাইনী এন্ড অবস্), রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নিশিথ রঞ্জন দে (চর্ম ও যৌন বিশেষজ্ঞ), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক সৌমিত্র সরকার (নিউরোসার্জারী), ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. প্রভাত কুমার সরকার (¯œায়ুরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ), ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালের কনসালটেন্ট ডা. মহুয়া চন্দ্র, (শিশু নিউরোলজী), যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এ এইচ এম আব্দুর রউফ (অর্থো সার্জারী), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মিলন কুমার চৌধুরী (ইএনটি), অধ্যাপক ডা. মোহাঃ শেখ শহীদ উল্লাহ, (ডায়বেটিস বিশেষজ্ঞ), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. পম্পা চন্দ্র (চর্ম ও যৌন বিশেষজ্ঞ), সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসাল্ট্যান্ট ডা. কল্যানাশীষ সরদার (কল্যান), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা. বিশ্বজিৎ মন্ডল, (মেডিসিন ও নিউরোলজী), ঢাকা ইবনে সিনা মেডিকেল ইমেজিং সেন্টারের কনসালটেন্ট ইউরোলজিস্ট ডা. মো. আব্দুস সালাম (জেনারেল এন্ড ল্যাপারোস্কপিক সার্জন), যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন তত্ত্বাবধায়ক ডা. মো. ইয়াকুব আলী মোল্লা, ঢাকা মেডিকেল কলেজের ডা. কাজী শহিদুল আলম (অর্থো সার্জারী), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডা. দীপক কুমার মন্ডল, (পাবলিক হেলথ্ বিশেষজ্ঞ), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মিঠুন দেবনাথ (শিশু বিশেষজ্ঞ), যশোরের শুভ্র ডেন্টাল কেয়ারের ডা. সুপ্রিয়া দাস প্রিয়াংকা, (ওরাল ও ডেন্টাল সার্জন), যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. স্বপন মজুমদার, (মেডিসিন ও শিশু) এবং পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. প্রশান্ত কুমার মন্ডল ও ডা. সঞ্জয় কুমার মন্ডল। এছাড়া স্থানীয় অন্যান্য চিকিৎসকরা মেডিকেল ক্যাম্পে অংশ নিবেন।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনার কপিলমুনিতে দু’দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প"

Leave a comment

Your email address will not be published.


*