সর্বশেষ

করোনা ভ্যাকসিন পেতে জোর প্রচেষ্টা চালানোর সুপারিশ

ঢাকা : অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত এবং কাজী নাবিল আহমেদ অংশগ্রহণ করেন। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইরাকের নবনিযুক্ত রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিভিন্ন দেশ ও মাধ্যম থেকে কোভিড-১৯-এর ভ্যাকসিন প্রাপ্তির সর্বশেষ অবস্থা, বিদেশি সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন এবং ইরাকের নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কর্মপরিকল্পনা উপস্থাপিত হয় এবং বিশদ আলোচনা হয়।
বৈঠকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে পররাষ্ট্র কমিটিকে ভাসানচরে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, ভুটান ও ভারতের সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সকল কূটনৈতিক কর্মকাণ্ড সফলতার সঙ্গে সমাপন করার জন্য কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়। এছাড়াও চীনের সিনোফার্ম ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করার জন্যও প্রচেষ্টা অব্যাহত রাখতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে ইরাকের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা এবং ইরাকে কর্মরত বাংলাদেশি মানবসম্পদকে সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ০৯ মে ২০২১ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "করোনা ভ্যাকসিন পেতে জোর প্রচেষ্টা চালানোর সুপারিশ"

Leave a comment

Your email address will not be published.


*