সর্বশেষ

ফিলিস্তিনিদের ওপর হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন: বিরোধীদলীয় নেতা

ঢাকা : ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গনে সহিংসতা ও অধিকৃত পশ্চিম তীর এবং গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

আজ বুধবার এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, গত কয়েকদিন ধরে মুসল্লীদের ওপর হামলার পর আল আকসা মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। যা মানবাধিকার, মানবিক মানদণ্ড এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

রওশন এরশাদ বলেন, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার থাকলেও উপাসনার সময় রাষ্ট্রীয় কোনো বাহিনীর এভাবে হামলার নজির কেবল ইসরায়েলই সম্ভব। ইসরায়েলের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও গুরুত্বপূর্ন এবং শক্তিশালী ভূমিকা নিতে হবে।

এ ধরনের বর্বর হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধভাবে জোড়ালো প্রতিবাদের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১২ মে ২০২১ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "ফিলিস্তিনিদের ওপর হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন: বিরোধীদলীয় নেতা"

Leave a comment

Your email address will not be published.


*