সর্বশেষ

নারীদের জীবনমান উন্নয়নে শিক্ষা ও সচেতনতা বাড়াতে হবে : স্বরাষ্ট্র সভাপতি শামসুল হক টুকু

ঢাকা : নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে সরকারের পদক্ষেপের পাশাপাশি জনগণের মধ্যে শিক্ষা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু। বৃহস্পতিবার বিকেলে ‘করোনাকালে নারীর জীবনমান ও জাতীয় বাজেট’ শীর্ষক অনলাইন সংলাপে (জুম প্লাটফরমে) অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

আন্তর্জাতিক সংস্থা কেএনএইচ জার্মানী এবং বেসরকারী সংগঠন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) আয়োজিত ওই সংলাপে সভাপতিত্ব করেন স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা। সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় সংলাপে আরো অংশ নেন সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও আ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, কেএনএইচ জার্মানীর প্রতিনিধি মাটিলদা টিনা বৈদ্য, টিম অ্যাসোসিয়েটের টিম লিডার পুলক রাহা, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, পরিবার পরিকল্পনা সমিতির জেলা কর্মকর্তা অরুন কুমার শীল, ফেইথ ইন একশনের নৃপেন বৈদ্য, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাংবাদিক শফিক আজাদ, এস এম আনোয়ার ও পলাশ বড়–য়া, স্কাসের তৌহিদুল মোস্তফা প্রমূখ। মূল প্রবন্ধ উত্থাপন করেন পার্লামেন্টনিউজবিডি.কম সম্পাদক সাকিলা পারভীন।

সংলাপে সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, নারীর জীবনমান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। জাতীয় বাজেটে বেশকিছু ইতিবাচক পদক্ষেপের কথাও বলা হয়েছে। এমনকি নারী ও শিশুদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। তারপরও নারীর ক্ষমতায়নে শিক্ষা ও সচেতনতা বাড়াতে হবে। এ বিষয়ে সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে উদ্যোগ নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বঙ্গবন্ধুর কাঙ্খিত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। যেখানে নারীর সমাধিকার নিশ্চিত ও জীবনমানের উন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

করোনা পরিস্থিতির কারণে সরকারের অনেক উন্নয়ন কার্যক্রম আটকে আছে উল্লেখ করে সংসদ সদস্য রুবিনা আক্তার বলেন, নারী নির্যাতন বন্ধ ও বাল্যবিবাহ কমাতে সরকার কাজ করছে। নারীর ক্ষমতায়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক আইন প্রণয়ন করা হয়েছে। তবে এসকল বিষয়ে সমাজের দৃষ্টি ভঙ্গিও পরিবর্তন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

প্রান্তিক নারীদের উন্নয়নে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারই উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন এমপি গ্লোরিয়া ঝর্ণা সরকার। তিনি বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণে সরকার প্রধান শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে নারীর সমতা অর্জনের ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। এই লক্ষ্য অর্জনে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কাজী আ খ ম মহিউল ইসলাম বলেন, সকল ক্ষেত্রে নারীদের অংশ গ্রহণ বৃদ্ধি পেয়েছে। নারীদের উন্নয়নে সরকার বাজেট বরাদ্দও দিচ্ছে। তবে বাজেট সঠিকভাবে বাস্তবায়িত না হলে বরাদ্দ বৃথা হয়ে যাবে। বাজেটের যথাযথ বাস্তবায়নে মনিটারিং জোরদারের আহ্বান জানান তিনি।

প্রস্তাবিত বাজেটের ইতিবাচক দিকগুলো তুলে ধরে কেএনএইচ জার্মানীর প্রতিনিধি মাটিলদা টিনা বৈদ্য বলেন, বাজেটকে জেন্ডার বান্ধব না করা পর্যন্ত নারীর ক্ষমতায়ন অসম্ভব। এরপর করোনাকালে নানাবিধ সংকট তৈরি হয়েছে। খাদ্য সংকটের কথা স্কাসের জরিপে উঠে এসেছে। এই সময়ে নারী নির্যাতন ও বাল্যবিবাহ বেড়েছে। বাল্যবিবাহ বন্ধে আইন সংশোধনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেসমিন প্রেমা করোনাকালে নারীর জীবনমান উন্নয়নে সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, করোনা পরিস্থিতিতে জনজীবনে সংকট বেড়েছে। এর বেশী প্রভাব পড়েছে নারীদের উপর। এই প্রভাব মোকাবেলায় বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। সেই বাজেট বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিভিন্ন দেশী-বিদেশী সংস্থার গবেষণার উদ্ধৃতি দিয়ে সংলাপে উত্থাপিত মূল প্রবন্ধে সাকিলা পারভীন জানানো হয়, করোনাকালে পারিবারিক সহিংসতার শিকার ৯৭ দশমিক ৪ শতাংশ নারী। এই সময়ে ৯১ শতাংশ নারীর বাসায় কাজের চাপ বেড়েছে। একইসঙ্গে পরিবারে ও পাড়ায় নারীর প্রতি সহিংসতা বেড়েছে। বিশেষ করে সাইবার অপরাধ বৃদ্ধি পেয়েছে, যার ৮০ শতাংশই নারীর বিরুদ্ধে। এছাড়া করোনাকালে বাল্যবিবাহ ছয়গুন বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সংলাপের প্রস্তাবিত বাজেটের নানান ইতিবাচক তুলে ধরে বাজেট যথাযথভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়েছে। একইসঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গৃহীত জাতীয় কর্মপরিকল্পণা ২০১৩ – ২০২৫ যথাযথ বাস্তবায়ন, নারীর অর্থনেতিক ক্ষমতায়নে তৃণমূলের নারীদের মুলধারার অর্থনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত করা, গৃহস্থালী কাজের স্বীকৃতি প্রদান, নির্যাতিত নারীর বিচার প্রাপ্তি নিশ্চিত এবং বাজেট বাস্তবায়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২৫ জুন ২০২১ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "নারীদের জীবনমান উন্নয়নে শিক্ষা ও সচেতনতা বাড়াতে হবে : স্বরাষ্ট্র সভাপতি শামসুল হক টুকু"

Leave a comment

Your email address will not be published.


*