সর্বশেষ

শাহীন আনাম-অ্যাঞ্জেলা গোমেজের মামলা প্রত্যাহার দাবি জানিয়েছে বিএনপিএস

ঢাকা : মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ও বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। অনলাইনে অনুষ্ঠিত সংস্থাটির ২০তম সাধারণ সভায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপিএস’র কার্যনির্বাহী কমিটির সভাপ্রধান শহিদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপ্রধানত্বে অনুষ্ঠিত ওই সভায় বলা হয়, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধান ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের সমানাধিকারের অঙ্গীকার করেছে। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাও ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। রাষ্ট্রের নাগরিকদের ৫০ শতাংশ নারীর জন্য সকল ক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা ব্যতীত সংবিধানের উল্লিখিত অঙ্গীকার কিংবা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। যেহেতু ধর্মভিত্তিক পারিবারিক আইন বৈষম্যপূর্ণ, কাজেই বৈষম্য দূর করতে হলে এই আইনের পরিবর্তন হওয়া অত্যাবশ্যক। সে কারণে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নারী, মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো সকল ধর্মের ধর্মভিত্তিক পারিবারিক আইন পরিবর্তন করে সর্বজনীন পারিবারিক আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে। এর সঙ্গে সম্পত্তি ও সম্পদে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্য ছাড়া আর কোনো কিছুর সম্পর্ক নেই।

সভায় আরো বলা হয়, পুরুষতান্ত্রিকতায় আচ্ছন্ন বাংলাদেশের হিন্দুসমাজের রক্ষণশীল অংশ নিজেদের স্বার্থ বিঘিœত হবার শঙ্কায় নারী ও মানবাধিকার আন্দোলনে আমাদের দীর্ঘদিনের সহযাত্রী শাহীন আনাম ও অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে। রক্ষণশীলদের এই অবস্থান বাংলাদেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অবস্থান। বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থায় নারী অধিকার পরিপন্থী কোনো কিছু প্রশ্রয় পাবে না বলে সভায় আশা প্রকাশ করা হয়।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২৮ সেপ্টেম্বর ২০২১ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "শাহীন আনাম-অ্যাঞ্জেলা গোমেজের মামলা প্রত্যাহার দাবি জানিয়েছে বিএনপিএস"

Leave a comment

Your email address will not be published.


*