ঢাকা: দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু সংস্কৃতি চর্চার মাধ্যমেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে বৈষম্যমুক্ত একটি শোষণহীন সমাজ গড়তে দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সেজন্য লেখাপড়ার পাশাপাশি এধরণের কার্যক্রমে অংশগ্রহন করা অত্যন্ত জরুরি।
আজ ২৭ জানুয়ারি বৃহষ্পতিবার রায়ের বাজার সংলগ্ন ডাব্লিউবিবি ট্রাস্ট মিলনায়তে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর ঢাকা পশ্চিম কেন্দ্র আয়োজিত “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই পারে বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে” শীর্ষক স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন, শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো: শাহজাহান আলম সাজু। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা , বৈষম্যমুক্ত সমাজ গঠন, নারীর ক্ষমতায়নের জন্য এ ধরনের অনুষ্ঠান খুবই কার্যকরী। বিএনপিএস ঢাকা পশ্চিম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মো: হেলাল উদ্দিনের সঞ্চালিত অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী এলাকার মোট পাঁচটি বিদ্যালয়ের প্রায় ৩০ শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রেষ্ট, সার্টিফিকেট এবং শ্রেষ্ঠ বক্তাদের মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন জরিনা শিকদার উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ আলম খান। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ধানমন্ডি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাহহার, মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাজু আহম্মেদ, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রির্পোটার নিখিল চন্দ্র ভদ্র, সাংবাদিক সাকিলা পারভীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয় , জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ , লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, কচিকণ্ঠ উচ্চ বিদ্যালয় এবং ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা, বিএনপিএস ঢাকা পশ্চিম কেন্দ্রের করিমুন্নেছা আকন্দ , মাহমুদা আকন্দ এবং সামসুন্নাহার শিমু ।
###
পার্লামেন্টনিউজবিডি.কম/ ২৭ জানুয়ারি ২০২২ইং।
মুক্তিযুদ্ধের চেতনাই পারে শোষণহীন সমাজ গড়তে
শেয়ার করতে ক্লিক করুন
Be the first to comment on "মুক্তিযুদ্ধের চেতনাই পারে শোষণহীন সমাজ গড়তে"