ঢাকা : রাজধানীর মিরপুর, গাজীপুর ও সিলেটে ৩টি মডেল মেডিসিন শপ (ফার্মেসি) চালু করেছে মেরী স্টোপস বাংলাদেশ। সরাসরি কম্পানি থেকে সরবরাহকৃত মানসম্মত ঔষধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ফার্মেসি চালু করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর মিরপুরে মেরী স্টোপস প্রিমিয়াম ক্লিনিকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিশওয়ার ইমদাদ। এ ছাড়া অনুষ্ঠানে মেরী স্টোপস বাংলাদেশের ডিরেক্টর ফারহানা আহমেদ ও জেনারেল ম্যানেজার আবু তাহেরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, মেরী স্টোপস মডেল মেডিসিন শপে সরাসরি কম্পানি থেকে সরবরাহকৃত মানসম্মত ওষুধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ ও বিক্রি করা হবে। এই ওষুধ বিক্রির দায়িত্বে থাকবেন প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত ফার্মাসিস্ট। ওষুধ ছাড়া সেখানে পুষ্টি ও শিশুর সম্পূরক খাদ্যসামগ্রী পাওয়া যাবে।
রাজধানীর মিরপুর ছাড়াও গাজীপুরের বোর্ড বাজার ও সিলেটের লামাবাজারের আলী কমপ্লেক্সে মেরী স্টোপস মডেল মেডিসিন শপের উদ্বোধন করা হয়েছে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ০২ এপ্রিল ২০২২ ইং
Be the first to comment on "মিরপুর, গাজীপুর ও সিলেটে মেরী স্টোপস ফার্মেসির উদ্বোধন"