সর্বশেষ

স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঢাকা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দক্ষিণ বেদকাশীর আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে ওই সকল সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু’র সহযোগিতায় বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, কিচমিচ ও বাদাম।

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবু সাঈদ খান। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুবলীগ নেতা মুকুল বিশ^াস, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সহ-সভাপতি আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য আকবর আলী খান প্রমুখ।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ০২ মে ২২ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*