সর্বশেষ

সংসদ সদস্য রবি’র লেখা ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন স্পিকার

ঢাকা : সাতক্ষীরা-২ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি রচিত ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এ সময় তিনি বলেছেন, অসংখ্য ঘাত-প্রতিঘাত ও জীবনের ঝুঁকি নিয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করা সত্যিই বিরল ও অনন্য। সেই কাজটিই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও জনগণের কল্যাণই যার প্রধান লক্ষ্য। তিনি লক্ষ্য অর্জনে সফল হয়েছেন।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। সংসদ সদস্য এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লেখক মীর মোস্তাক আহমেদ রবি এমপি। আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল খোরশেদ, কবি নুরুন্নাহার শিরীন, মীর মাসরুর জামান রনি প্রমূখ। বইটি প্রকাশ করেছে ‘ভাষাচিত্র’ প্রকাশনী। প্রকাশনা সমন্বয়কারী কাজী মাহতাব সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গণের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গ্রন্থ রচনা একটি দুঃসাহসিক অভিযান। সেই কাজটি করেছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তাঁর লেখা ‘’বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ গ্রন্থটিতে প্রধানমন্ত্রীর বাল্যকাল থেকে অদ্যবধি জীবনের বিভিন্ন পর্যায়গুলো সন্নিবেশিত হয়েছে। গ্রন্থটি পাঠের মাধ্যমে পাঠক অনুধাবন করতে পারবেন শেখ হাসিনা সত্যিই বিরল ও অনন্য। বাংলা ও ইংরেজি দু’টি ভাষায় বইটি প্রকাশিত হচ্ছে, যা বিশ্বের অন্যান্য দেশের পাঠকদের জন্য যুগোপযোগী।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনকে ধারণ করে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে জাতির পিতা সংগ্রাম করেছিলেন, তারই ধারাবাহিকতায় বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধুকন্যা কাজ করে যাচ্ছেন। বাংলার মানুষ ও উন্নয়ন নিয়ে তাঁর দর্শন ও গণতন্ত্রের প্রতি একনিষ্ঠতাসহ অন্যান্য বিষয়গুলো সবকিছুকে ছাপিয়ে যায়। একদিকে বঙ্গবন্ধুকন্যা হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলার পথ দেখিয়ে দিচ্ছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাঁর পিতার দেখানো পথে এগোচ্ছেন, অন্যদিকে এগারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তিনি মানবতার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচী তুলে ধরে স্পিকার বলেন, ভূমিহীন-গৃহহীনদের জন্য নয় লক্ষ ঘর তৈরির পরিকল্পনা তিনি বাস্তবায়ন করছেন। অর্থনৈতিক পরিকল্পনাগুলো যেন সকল মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে সে লক্ষ্যে তিনি কাজ করছেন। পারিবারিক জীবনে একজন মা হিসেবে সন্তান গড়ে তোলার ক্ষেত্রেও তিনি সফল। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশের পথে এগিয়ে নেওয়া, ২০৪১ সালের পরিকল্পনা প্রণয়ন ও ২১০০ সালের ডেল্টা প্ল্যান প্রণয়নের সুদূরপ্রসারী চিন্তা তাঁর মতো দক্ষ প্রশাসকের পক্ষেই সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী এদেশের মানুষকে গভীরভাবে ভালবাসেন। সেই পচাত্তরের ১৫ আগস্টের কালরাত্রিতে স্বজন হারানোর ব্যথা নিয়ে আজ অবধি এদেশের মানুষের ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন তিনি। সব হারানোর ব্যাথা নিয়ে তিনি দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে চারবার প্রধানমন্ত্রীর পদে আসীন হন। তাঁর নেতৃত্বে পদ্মাসেতু নির্মাণ, সমুদ্রসীমা জয়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় স্থাপন, মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ, খাল ও নদী খনন, কর্ণফুলি টানেল নির্মাণসহ অসংখ্য কাজে দেশের সক্ষমতা এসেছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনায় অংশ নিয়ে ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শেখ হাসিনা কে নিয়ে অনেক বই রচিত হচ্ছে, আরও হবে। তবে বাংলা ও ইংরেজি ভাষায় একমলাটে আবদ্ধ এই প্রকাশনাটি সত্যিই প্রশংসা দাবি করে। বিশেষ করে বিদেশীদের করা বাংলা বইয়ের ইংরেজি অনুবাদ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এই বইটির ক্ষেত্রে সেই সুযোগ থাকলো না বলে উল্লেখ করেন তিনি।

সাবেক মূখ্য সচিব কবি কামাল চৌধুরী বলেন, শেখ হাসিনার মতো বিরল রাজনৈতিক নেতার সম্পর্কে আরও বেশি বেশি তথ্য সমৃদ্ধ গবেষণা বর্তমান ও ভবিষ্যৎ করবে। এই বই ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করবে। বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে দুঃসাহিক কাজটি করার জন্য লেখককে ধন্যবাদ জানান তিনি।

সকলকে স্বাগত জানিয়ে বইটির রচয়িতা বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো মীর মোস্তাক আহমেদ রবি বলেন, একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্বের বিশেষ গুণাবলী লাগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজন্মের জন্য বিরল নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১৭ অক্টোবর, ২০২২ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "সংসদ সদস্য রবি’র লেখা ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন স্পিকার"

Leave a comment

Your email address will not be published.


*