খুলনা প্রতিনিধি ॥ দাতা সংস্থা ইউএসএইড’র আর্থিক এবং কাউন্টারপার্ট ইন্টরন্যাশনালের কারিগরি সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা সুশীলন ও পরিবর্তন-খুলনার উদ্যোগে খুলনা মহানগরীর ৫ ও ৯ নং ওয়ার্ডে বাস্তবায়িত ইআরবি প্রকল্পের আওতায় নিরাপদ পানি, পয়ঃনিস্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক মডেল ওয়ার্ড ডেমোর উদ্বোধন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। আজ মঙ্গলবার খুলনার দৌলতপুর সরকারি মুহসিন স্কুল মাঠে উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদেও নিয়ে মডেল ওয়ার্ড ডেমো পরিদর্শন করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত নাগরিক সমাজ, শুভশক্তি ও সুসমাজের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুশীলন’ ও পরিবর্তন, খুলনা আয়োজিত সমাবেশ ও মানবন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী। সমাবেশে বক্তৃতা করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, ৯নং ওয়র্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মো. শেখ আশরাফুজ্জামান, সুসমাজ সভাপতি শরিফ শাকিল বিন আলম, সিএসও সভাপতি মিনা আজিজুর রহমান প্রমূখ।
সমাবেশে মডেল ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১২ দফা দাবি, নিরাপদ পানির জন্য ১০ দফা দাবি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ১০ দফা দাবি তুলে ধরা হয়। এসময় বস্তিবাসী জনগণ, নাগরিক সমাজ, শুভশক্তি ও সুসমাজ এবং সিএসও প্রতিনিধিরা মডেল ওয়ার্ড পরিকল্পনা বাস্তবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য কেসিসি’র মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
এ সময় মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে ইআরবি প্রকল্পের আওতায় গঠিত ২৫ সদস্যের ওয়ার্কিং কমিটি মডেল ওয়ার্ড পরিকল্পনা করেছে। একটি ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করার জন্য যে যে নির্দেশক থাকা প্রয়োজন, তা ওই পরিকল্পনায় আছে। নগরীর ৫ ও ৯নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করার এই পরিকল্পনা সকলকে সাথে নিয়ে বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে খুলনা সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডগুলোকে মডেল আঙ্গিকে সাজানো হবে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৩ ডিসেম্বর ২০২২
Be the first to comment on "খুলনা সিটিতে নিরাপদ পানি, পয়ঃনিস্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মডেল ওয়ার্ড ডেমো উদ্বোধন"