ঢাকা : চলতি জাতীয় সংসদের অধিবেশন ইতোমধ্যে শেষ হয়েছে। অর্থাৎ সংসদ সদস্য হিসেবে সংসদ অধিবেশনে কথা বলার সুযোগ নেই। তারপরও সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মো. আফজাল হোসেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৩ নভেম্বর ২০২৩ ইং
শেয়ার করতে ক্লিক করুন
Be the first to comment on "শপথ নিলেও অধিবেশন পাচ্ছেন না সংসদ সদস্য আফজাল হোসেন"