সর্বশেষ

নারী দিবস উপলক্ষে প্রান্তিক নারীদের র‌্যালী ও আলোচনা সভা

ঢাকা : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বস্তিবাসীসহ প্রাপ্তিক নারীরা রাজধানীতে র‌্যালী ও আলোচনা সভা করেছে। গত ৫ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কনসোর্টিয়াম (ডিএসকে, বারসিক, কাপ ও ইনসাইটস) আয়োজিত ওই কর্মসূচিতে ৫জন প্রান্তিক নারীকে সমমাননা দেওয়া হয়েছে।

ডিএসকের পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরিন বলেন, দেশের বেশিরভাগ শ্রমজীবী নারীরা নারী দিবস সম্পর্কে জানেন না। কারণ তাদের এই প্রক্রিয়ার সাথে অংশগ্রহণই করানো হয় না। আমাদের মা-বোন-স্ত্রীদের বিভিন্নভাবে সম্মানিত করতে গিয়ে তাদের অধিকার থেকেই বঞ্চিত করে ফেলি। তাই অধিকার নিশ্চিত করতে আগে বৈষম্য দুর করতে হবে।

প্রবীণ সাংবাদিক সোহরাব হাসান বলেন, পুরুষেরা সমাজে যে অধিকার ভোগ করে সমাজে নারীদেরও সেই অধিকার ভোগ করার সুযোগ তৈরি করে দিতে হবে। নারীর অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অনেক। নারীরা কোথাও নিরাপদ নয়। নারীকে তার অধিকার রক্ষার জন্য লড়াই করতে হয়। নারীর সকল মৌলিক সেবা নিশ্চিত করতে হবে। মানুষ হিসেবে নারী উন্নয়ন নীতি করেছে।

ইউওয়াই সিস্টেমস লিমিটেডের সিও এবং চেয়ারপারসন ফারহানা এ. রহমান বলেন, তথ্য-প্রযুক্তি (আইটি) খাতে ২৫ বছর আগেও শুধুমাত্র পুরুষ মানুষের জায়গা ছিল। কিন্তু আমি আমার মেধা, শ্রম, সময় ও ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করেছি। তিনি বলেন, আমার কাছে নারীর ক্ষমতায়ন মানে নারীর সিদ্ধান্ত নেওয়ার ও সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা। পাশাপাশি তার সিদ্ধান্ত তার পরিবার, সমাজ ও রাষ্ট্র কর্তৃক কিভাবে মূল্যায়িত হচ্ছে সেটাও বিবেচনার বিষয়।

কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের চিপ অফ পার্টি কেটি ক্রো বলেন, সারাবিশে^ নারীর অধিকার ও নেতৃত্ব বিকাশে আমার কাজ করার সুযোগ হয়েছে। সব জায়গায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। ঢাকা কলিং প্রকল্পের মাধ্যমে নারীরা প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুসহ সকলের সুরক্ষায় স্মার্ট এবং টেকসই নগরায়ন নিশ্চিতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজেদেরকে যে ক্ষমতায়িত করছে তা খুবই আশাব্যঞ্চক।

কাপের নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াত বলেন, নারীদের মধ্যে শিক্ষার হার বাড়লেও নিজের অধিকার আদায়ে তাদের মধ্যে সচেতনতা বাড়েনি। নারীদের আরো প্রতিবাদী হতে হবে তাদের নিজের অধিকার রক্ষার জন্য। পাশাপাশি সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "নারী দিবস উপলক্ষে প্রান্তিক নারীদের র‌্যালী ও আলোচনা সভা"

Leave a comment

Your email address will not be published.


*